ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে চেক জালিয়াতি মামলায় মিজানুর রহমান আমরু নামে এক বিএনপির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ইছাক আলীর পুত্র।
এ ব্যাপারে ওসি আতিকুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, চেক জালিয়াতি মামলায় তিনি বেশ কয়েকদিন থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে গ্রেপ্তার করে ছাতক থানা পুলিশ।
মন্তব্য