জগন্নাথপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬

জগন্নাথপুর প্রতিনিধি :;সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালীকান্দী গ্রামের আছলম আলীর ছেলে মো. লাল মিয়া, মৃত সিরাজ মিয়ার ছেলে মো. রবিন মিয়া, সিরাজ আলীর ছেলে মো. শামছু জামান ও মো. এনামুল হক, আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীর চর আলকাছ মিয়ার ছেলে আশিক মিয়া, মোজাহিদপুর গ্রামের ইজ্জত উল্লাহর ছেলে তাজ উদ্দিন। জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (১১ নভেম্বর) থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান-১ এর নেতৃত্বে অফিসার এসআই(নি.) মো. হাবিবুর রহমান ২, এসআই (নি.) মো. গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী, এসআই লূৎফুর রহমান, এসআই (নি.) অনিক চন্দ্র দেব, এসআই (নি.) আফছার আহম্মেদ, এসআই মনিরুজ্জামান ও এএসআই শাহ জামাল, এএসআই শাহিন চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা কালে জিআর-১১৪/২০১০ এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো. লাল মিয়া, মো. রবিন মিয়া, মো. শামছু জামান, অপরদিকে কোতয়ালী মডেল থানায় মামলা নং দায়রা-৬২৯/১৩ জিআর-১০৭৯/২০০৯ইং ধারা-৩৯৫ দঃ বিঃ এর ৭ (সাত) বছরের সাজাপ্রাপ্ত আসামী আশিক মিয়া, এছাড়াও জগন্নাথপুর থানার নিয়মিত মামলা নং-৭ (১১) ১৮ এর এজহার নামীয় আসামী তাজ উদ্দিনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের সোমবার (১২ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।