ধর্মপাশায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি :সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সড়কের পাশে অস্থায়ীভাবে দোকান বসিয়ে এবং সড়কের দিকে দোকানের অংশ সম্প্রসারণ করার অভিযোগে ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুর রহমান উপজেলা সদর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সড়কের যান চলাচল ও জনসাধারণের চলাচলের অসুবিধা হওয়ার কারণে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখলের অভিযোগে ১৪ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।