সুনামগঞ্জে ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ৫টি আসনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। গত ২৯ নভেম্বর জেলার ৫টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫২ জন প্রার্থী। ৩ ডিসেম্বর যাচাই-বাছাই পর্বে ১২ জনের মনোনয়নপত্র বাতিল হয়। রোববার (৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহার করেন আরও ৯ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহার-কারীরা হলেন- সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর) আসনে মোস্তাক আহমেদ বাবুল (জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ) ও ডা. মো. রফিকুল ইসলাম চৌধুরী (বিকল্পধারা বাংলাদেশ)। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে তাহির রায়হান চৌধুরী (বিএনপি)। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে সৈয়দ আলী আহমদ (ইসলামী ঐক্যজোট) ও নজরুল ইসলাম (গণফোরাম)। সুনামগঞ্জ-৪ (সদর উত্তর-বিশ্বম্ভরপুর) আসনে মো. মতিউর রহমান (স্বতন্ত্র) অ্যাড. মো. আব্দুল মজিদ (স্বতন্ত্র), দেওয়ান ইস্কান্দর রাজা চৌধুরী (জেএসডি) এবং ইনান ইসমাম হোসেন চৌধুরী (স্বতন্ত্র)।