দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

দিরাই প্রতিনিধি : দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের দোলুয়া আনোয়ারপুর গ্রামে জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় জাহাঙ্গীর আলম (৪৮), সমুজ উদ্দিন (৪০), রিয়াছত আলী (৫০), মাসুদুর রহমান (২০), মঈনুল ইসলাম (৪০) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্যর মধ্যে মুজিবুর রহমান, আফসর উদ্দিন (৪৫), জয়নাল আবেদীন (১৮), উসমান গণি (৪৬), ফারগ আলী (৪৫), আবদুল খলিল (৩৫), রনেল মিয়া (৩০), মোদারেস (৫০), সুজ্জল মিয়া (১৮), সুমন মিয়া (২২), নাঈম (২৩) কে দিরাই সরকারি হাসপাতালে ভর্তি ও বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দিরাই থানার ওসি মোস্তফা কামাল বলেন, দোলুয়া আনোয়ারপুর গ্রামের শওকত আকবর ও একই গ্রামের আবদুল কাইয়ুমের লোকজনদের মধ্যে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।