জগন্নাথপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি:সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর এলাকা থেকে দিলু মিয়া (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার রাতের খাওয়া-দাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান দিলু মিয়া। আজ সকালের দিকে পরিবারের লোকজন দেখতে পান বসতঘরের পাশের একটি পেয়ারা গাছের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন দিলু। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন জানান, দিলু মিয়া একজন মানসিক রোগী। এটি আত্মহত্যা হতে পারে বলে আমরা মনে করছি। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।