সুনামগঞ্জে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জে যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মালামাল আটক করেছে বিজিবি ও পুলিশ। মঙ্গলবার রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই মোড় ব্রিজের উপর থেকে এ পণ্যগুলো আটক করা হয়। আটকৃকত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে বুট জুতা ৩৩০জোড়া, মেগা বুট জুতা ২৯৮ জোড়া, ভারতীয় স্যান্ডেল ৩৫৪ জোড়া, কিটক্যাট চকলেট ২৩১৮ প্যাকেট। আটককৃত ভারতীয় পণ্যগুলোর মূল্য প্রায় ৯ লক্ষ ২৯ হাজার ৪৬০ টাকা। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, ২৮ বিজিবি’র সহকারী পরিচালক মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে দিরাই মোড় সংলগ্ন ব্রীজের উপর থেকে অবৈধ ভারতীয় মালামাল আটক করা হয়। তিনি বলেন, আটককৃত ভারতীয় মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।