সুনামগঞ্জে গাঁজাসহ আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার ইকবাল নগর এলাকা থেকে উজ্বল হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (৩ মার্চ) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উজ্বল সদর উজেলার মদনপুর এলাকার বাসিন্দা জমির আলীর ছেলে। আটকের পর তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এ কাজের সাথে যুক্ত রয়েছে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আমিনুল ইসলাম ও উপ-পরিদর্শক (এস আই) কাজল চন্দ দে’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।