সুনামগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ফার্মেসিকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের পৌর শহরের পিএস রোড এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। মেয়াদ উর্ত্তীর্ণ ঔষধ বিক্রি, লাইসেন্স নবায়ন না করার অপরাধে ৪ ফার্মেসিকে জরিমানা করা হয়। সোমবার দুপুরে এই অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ, জেলা ঔষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক শিকদার কামরুল ইসলাম।