সুনামগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

নন্দিত সিলেট :: সুনামগঞ্জের সদর থেকে হত্যা মামলার পলাতক আসামী দীপক কাজী (২৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে সুনামগঞ্জের সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার সদর থানাধীন উকিল পাড়ার শাহজাহান কাজীর ছেলে দীপক কাজী। দীপক কাজী হত্যা, মারামারিসহ দিরাই থানার একাধিক মামলার পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জের দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মনিরুজ্জামান।