সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৩টি ভোট কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় নিকট প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ভোটের ব্যবধানের চেয়ে স্থগিত হওয়া কেন্দ্র তিনটির ভোট বেশি হওয়ায় আটকে গেছে উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল।
রবিবার দিবাগত রাত দেড়টায় এই উপজেলার ফলাফল স্থগিত করেন জেলা রিটানিং অফিসার শরিফুল ইসলাম।
জানা যায়, অনিয়মের জন্য শাল্লা উপজেলার ইয়ারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ স্থগিত করেন জেলা রির্টানিং কর্মকর্তা। এই তিনটি কেন্দ্রে মোট ভোট ৭ হাজার ৩শত ৫১টি।
স্থগিত হওয়া কেন্দ্র তিনটির ভোটের চেয়ে চেয়ারম্যান পদে নিকট প্রার্থীর ভোটের ব্যবধান ৫হাজার ৬ শত ৬৭ টি। ফলে স্থগিত হওয়া কেন্দ্র তিনটির চেয়ে প্রার্থীদের ব্যবধানকৃত ভোটের পার্থক্য ১৬শত ৮৪ ভোট। তাই চূড়ান্ত ফলাফলের জন্য চেয়ারম্যান পদে পুন:রায় এই তিন কেন্দ্রে নিকট প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আওয়ামীলীগ প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী) নৌকা পতকে ২৪ হাজার ৯শ ৮০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্ধন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অবনী মোহন দাসের চেয়ে এগিয়ে আছেন। অবনী মোহন আনারস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩শ ৩ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে দিপু রঞ্জন দাস টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৪শ ৩১ ভোট। তাঁর নিকট তম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কুমার উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২শ ৫৮ ভোট। পঙ্কজ কান্তির চেয়ে দিপু রঞ্জন দাস ২ হাজার ১শত ৭৩ ভোটে এগিয়ে থাকলেও স্থগিত হওয়া কেন্দ্র তিনটির ভোটের ব্যবধান বেশি হওয়ায় ফলাফল ঘোষণা করা হয়নি। এই তিনটি কেন্দ্রে আবারো ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অমিতা রাণী দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলি বেগমের চেয়ে ৬ হাজার ৪৮ ভোটে এগিয়ে থাকলেও প্রার্থীদ্বয়ের ভোটের ব্যবধানের চেয়ে স্থগিত হওয়া কেন্দ্র তিনটির ভোট বেশি হওয়ায় কাউকেই বিজয়ী ঘোষণা করা হয়নি। অমিতা রাণী প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮শ ৬৫ ভোট। অলি বেগম ফুটবল প্রতিকে ৮ হাজার ৮শ ১৭ ভোট পেয়েছেন। স্থগিতকৃত তিনটি আসনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুন:রায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা রির্টানিং অফিসার শরিফুল ইসলাম।
মন্তব্য