সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের ছাতক উপজেলায় রাতে ঘুমন্ত মায়ের কোল থেকে নিয়ে ২৩ দিনের এক শিশুকন্যাকে বালতিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে আবদুস শহীদ নামে এক বাবার বিরুদ্ধে। নিহত শিশুটির নাম ফাতেমা।
মঙ্গলবার সকালে ছাতক উপজেলা গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চাকলপাড়া গ্রাম থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে এ ঘটনার পর থেকে শিশুর বাবা আবদুস শহীদ পলাতক রয়েছেন। তিনি একই এলাকার বাসিন্দা। আবদুস শহীদ পেশায় গাড়িচালক।
নিহত শিশুর মা তাহমিনা বেগমের অভিযোগ, স্বামী আবদুস শহীদ তার কন্যাকে হত্যা করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, বাবা আবদুস শহীদ তার ২৩ দিনের সন্তান ফাতেহাকে মায়ের কোল থেকে নিয়ে রাতে পাশের ঘরে বালতির পানিতে চুবিয়ে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ২৩ দিনের শিশুর মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তে জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তবে স্বামী শহীদ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান ওসি।
মন্তব্য