শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র তালুকদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘মধ্যনগর থানা উন্নয়ন পরিষদের’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রণজিৎ সরকার, হাওর উন্নয়ন পরিষদের সভাপতি কাশমির রেজা, রূপক রঞ্জন তালুকদার, সজল কান্তি সরকার, শিক্ষক বাহা উদ্দিন আকঞ্জি, বিদ্যুৎ সরকার প্রমুখ। বক্তারা বলেন, গত ৩১ মার্চ সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে স্কুলের প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র তালুকদারের উপর ওই স্কুলের পিয়ন শফিকুল ইসলাম ৪-৫ জন সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় শফিকুল ইসলাম গ্রেফতার হলেও মামলার বাকি আসামীরা এখনো ধরা পড়েনি। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।