তাহিরপুর সীমান্তে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

তাহিরপুর প্রতিনিধি :: তাহিরপুর সীমান্তে ১ কেজি ভারতীয় গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে বর্ডারগার্ট বিজিবি আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মিষ্টার আলী (৩৫)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাওঁ গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে চারাগাঁও বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুস সালামের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৬/৩-এস এর নিকট হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালঘাট নামক স্থান থেকে ১ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে আটক করে। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম এ বিষয়ে বলেন, গত ২৫ জুলাই চারাগাঁও এলাকায় মাদক ও চৌরাইচালানী রোধে অনুষ্ঠিত মতবিনিময় সভার দিক নির্দেশনা অনুযায়ী চারাগাঁও এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।