সুনামগঞ্জে ছাত্রলীগের বাধায় পণ্ড দুর্নীতিবিরোধী মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করতে চাইলে তাতে বাধা দিয়েছে জেলা ছাত্রলীগ। সোমবার (২৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটির আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এলাকায় মানববন্ধন করতে চাইলে বাধা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগর সভাপতি দীপংকর কান্তি দে’র নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা এ মানববন্ধনে বাধা দেন। এতে করে পন্ড হয়ে মানববন্ধনটি। ট্রাফিক পয়েন্টে কোনো মানববন্ধন করা যাবে না বলে ঘোষণা দেওয়া হয় এবং রাস্তা অবরোধ করে মিছিল দিতে থাকে ছাত্রলীগ। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীদের মারধর করার জন্য তেড়ে আসেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতির অবনতি ও যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী ঘটনাস্থলে যান। পরে তিনি মানববন্ধন না করার জন্য সুধীজনকে অনুরোধ জানালে তারা সেখান থেকে চলে যান। সুনামগঞ্জ দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটির আহ্বায়ক এনামুজ্জামান চৌধুরী বলেন, এখানে কোনো রাজনৈতিক দল নেই। আমরা সাধারণ মানুষের কথা বলতে এখানে দাঁড়াতে চেয়েছিলাম। ছাত্রলীগ নেতাকর্মীরা কেন এমন করছে? আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এখান থেকে চলে যাচ্ছি। তবে একটা কথা বলতে চাই, চিরদিন অন্যায় থাকে না, থাকতে পারে না। আমরা থেমে থাকব না। আন্দোলন চালিয়ে যাব। অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এখানে হাসপাতালের দুর্নীতি নিয়ে সুধীজনরা মানববন্ধন করতে চাইলে জেলা ছাত্রলীগ তাতে বাধা দেয়। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা এখানে মানববন্ধন না করার জন্য অনুরোধ করি।