নন্দিত সিলেট: সিলেটের বিয়ানীবাজারে খেলা দেখার সময় বাগবিতণ্ডার জেরে গুরুতর আহত অটোরিক্সা চালক সাকেরকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (৭ এপ্রিল) দুপুরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার বিয়ানীবাজারের গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর ছাদে ফুটবল খেলা শেষে ছাদে খেলা দেখা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে তার উপর হামলা করা হয়। হামলায় ভারসাম্য হারিয়ে সাকের নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় সাকেরকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত সাকের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে উত্তরপার এলাকার তেরাই মিয়ার পুত্র।
মন্তব্য