কোম্পানীগঞ্জে পাথর চাপায় শ্রমিক নিহত

নন্দিত সিলেট :  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়ায় (মাঝেরগাঁও) কোয়ারির গর্তের পাড় ধ্বসে জবান আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত জবান আলী উপজেলার গাছঘর গ্রামের ফকির আলীর ছেলে। জানা যায়, গত কয়েকদিনের থেমে থেমে বৃষ্টির কারণে মাঝেরগাঁও এলাকার প্রতিটি অবৈধ কোয়ারির গর্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপরও পাথরখেকোরা পাথর উত্তোলন অব্যাহত রাখে। এ অবস্থায় শনিবার বিকেলে দুলাল, আজমল, সেলিম, সাইফুল ও হাবিবের মালিকানাধীন গর্তে পাড় ধ্বসে শ্রমিক নিহত হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান ঘটনাটি নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান।