ওসমানীনগরে ডাকাত গ্রেপ্তার

ওসমানীনগর প্রতিনিধি :সিলেটের ওসমানীনগরে রাজু মিয়া (২৫) নামের এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার গোয়ালাবাজার করনসী রোড থেকে রাজুকে ওসমানীনগর ও বিশ্বনাথ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজু উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের মৃত সাদিক মিয়ার ছেলে। ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ডাকাত রাজুকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিশ্বনাথের একটি ডাকাতি মামলার প্রেক্ষিতে রোববার সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে রাজুকে গোয়ালাবাজারের করনসী রোড থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিশ্বনাথ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।