নন্দিত সিলেট : সিলেটের বিয়ানীবাজার উপজেলার গাছতলা এলাকায় চারখাই বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও রামধা বাজার অটোরিকশা স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণ ক্ষেত্রে পরিণত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রামধা বাজার স্ট্যান্ডের এক সিএনজি চালকের সাথে চারখাই স্ট্যান্ডের ম্যানেজারের মাসিক চাঁদার টাকা নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রামধার ওই সিএনজি অটোরিকশা চালক তার এলাকার লোকজনকে নিয়ে বিয়ানীবাজার-সিলেট মহাসড়কের কনকলস এলাকায় অবস্থান নেন। এ খবর পেয়ে চারখাই বাজার স্ট্যান্ডের সিএনজি অটোরিকশা চালকরা বিপরীতে অবস্থান নেন। এক পর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্রসস্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছে। খবর পেয়ে চারখাই পুলিশ ফাড়ির সদস্যরা সংঘর্ষ নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে এগিয়ে গেলেও পরে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষের সংঘর্ষে বিয়ানীবাজার-সিলেট মহাসড়ক প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
মন্তব্য