নন্দিত সিলেট : সিলেট নগরীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন চিকিৎসক দম্পতি ডা. অনুজ কান্তি দাস (৩৩) ও ডা. জ্যোতি মনি দাস। বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে নগরীর মণিপুরি রাজবাড়ী এলাকার আয়েশা মেডিকেয়ারের সামনের ব্রিজে ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটে।
ছিনতাইয়ের শিকার দম্পতি জানান, রাত সাড়ে ১০টার তারা ঢাকায় যাওয়ার উদ্দেশে মীরের ময়দানস্থ বাসস্থান থেকে রওনা হয়ে রিকশাযোগে কদমতলি যাচ্ছিলেন। পথিমধ্যে লামাবাজার পার হওয়ার পরপরই কিছু বুঝে উঠার আগে মোটরসাইকেলে করে আসা দুইজন ছিনতাইকারী টান দিয়ে ডা. জ্যোতি মনি দাসের হাতে থাকা ব্যাগটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যান।
এব্যাপারে সিলেট কোতোয়ালী থানায় যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম বলেন, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে থানা থেকে অফিসার পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
মন্তব্য