চাঁদনীঘাট থেকে গাড়ী চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলার সদর থানার চাঁদনীঘাট এলাকা থেকে বড়লেখা থানার সিএনজি চোরাই মামলার এজাহারনামীয় ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গতকাল রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি টিম অভিযান পরিচালনা করে মৌলভীবাজারের সদর থানার আমতৈল ইউনিয়নের দুঘর গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র সাব্বীর মিয়া (৪৫) এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ভংনোয়াডি পুরান বাড়ীর মৃত মতলিবের পুত্র মো: সোহেলকে (৩২) গ্রেফতার করে। র‍্যাব সুত্র জানায়, গ্রেফতারকৃত আসামীরা মৌলভীবাজার জেলার সিএনজি চোরাই চক্রের অন্যতম সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীদের মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানা গেছে।