শহরতলী থেকে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের ফতেগর গ্রাম থেকে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময়র তাদের কাছে থাকা নগদ ১২ হাজার ৩শ’ টাকা, ২টি মোবাইল ও ১৭টি সিমকার্ড উদ্ধার করা হয়। সোমবার (১৬ এপ্রিল) বিমানবন্দর থানা পুলিশ গ্রেফতারকৃতদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে রোববার (১৫ এপ্রিল) রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- বিমানবন্দর থানার দেবাই বহর গ্রামের রইছ আলীর পুত্র মো. জামিল আহমদ (২৫) ও ফতেহগর গ্রামের মকবুল মিয়ার পুত্র সামসুর রহমান পিংকু (২৪)। র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মাদব ব্যবসায়ী জামিল ও পিংকুকে গ্রেফতার করে। এরপর র‌্যাব উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদেরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।