নন্দিত সিলেট : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামছুজ্জামান জামান, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরীসহ ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছে সিলেট মেট্রোপলিটন আদালত-১।
সোমবার (১৬ এপ্রিল) বিকালে বিচারিক কার্যক্রম শুরু হলে বাদীদের পক্ষে শুনানীতে অংশ নেন অ্যাড. হাসান পাটোয়ারী রিপন, অ্যাড. মামুন আহমদ রিপন, অ্যাড, শুয়েব আহমদ, অ্যাড. শ্যামল সিংহসহ বিএনপি ঘরানার আইনজীবীরা।
সিলেট জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আহমদ, যুবদল নেতা নামর আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস নান্টু, আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বুরহান আহমদ রাহেল, মিজান, সুমন, সজীব, ওমর ফারুক, নওশাদ, নজরুল, মাছুম, মতিন, আব্দুর রহিম, নিলয়সহ ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
২০১৫ সালের ৩১শে জানুয়ারি দেশব্যাপী বিএনপিসহ ২০ দলীয় জোটের টানা অবরোধ চলাকালে সিলেট নগরীর সোবহানীঘাটে একটি মিনিবাসে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনেন সিলেট কতোয়ালী পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই অনুপ কুমার চৌধুরী। ২০১৭ সালের ০৮ ডিসেম্বর এ অভিযোগপত্রটি আদালতে দাখিল করেছিলেন এসআই অনুপ।
বিএনপি নেতা অ্যাড. সামছুজ্জামান জামান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নাসহ অনুপস্থিত নেতাকর্মীর নামে গ্রেফতারী পরোয়ানা জারী করেন বিচারক।
মন্তব্য