বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি খাস জমিতে ধান শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনীক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে সিলেট এমএ জি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার উপজেলার মুরাদপুর ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সরকারি একটি খাস জমিতে ধান শুকানো নিয়ে ওই গ্রামে বজেন্দ্র গোপ ও হেমেন্দ্র গোপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৫০ জন আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনীক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশংকাজনক অবস্থায় অথল গোপ (৫৫), উকিল গোপ (৫৩) ও শ্রীকান্ত গোপ (৩০) কে সিলেট এমএ জি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।