হবিগঞ্জে পাগলা শিয়ালের কামড়ে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) রাতে সদর উপজেলার বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত তাসলিমা আক্তার জানান, তিনি বাড়ির পাশে রাস্তা দিয়ে হাটছিলেন। এমতাবস্থায় একটি পাগলা শিয়াল হঠাৎ করেই তার কাছে এসে পায়ের মধ্যে কামড়ে দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। একই ভাবে একই গ্রামের আমিন আলী (৩৭), হৃদয় মিয়া (২৭), নাজু আক্তার (২৫) ও খলিল মিয়া (১৫)কে কামড়ে দেয় ওই পাগলা শিয়ালটি। তাদেরকে হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ দাস জানান, আহতদের প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে সরকারী জলাতংক নিরোধ ইনজেকশন দেয়া হবে।
মন্তব্য