হবিগঞ্জে নেশার ঘোরে সাপ নিয়েই ঘুমিয়ে পড়েন চা শ্রমিক, অতঃপর...

নিজ হাতে ধরে আনা সাপের ছোবলে প্রাণ হারালেন বিষ্ণু ঝড়া নামে এক চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে।

স্থানীয়রা জানান, উপজেলার নালুয়া চা বাগানের দমদমিয়া টিলার বাসিন্দা চা শ্রমিক বিষ্ণু ঝড়া (৩০) ও তার স্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যয় বাসায় ফেরার পথে রাস্তায় একটি বিষাক্ত সাপ দেখতে পান। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় বিষ্ণু সাপটি ধরে একটি ব্যাগে ভরে বাসায় নিয়ে আসেন। এরই মধ্যে সাপটি তাকে দুবার ছোবল দেয়। কিন্তু নেশার ঘোরে তিনি সাপটি নিয়েই ঘুমিয়ে পড়েন। সকালে তার স্ত্রী তাকে ডাকাডাকি করে তাকে মৃত দেখতে পান।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নটবর রুদ্রপাল বলেন, বিষ্ণু ঝড়া নেশাগ্রস্ত অবস্থায় সাপটি ধরে ব্যাগে করে বাজার ঘুরে বাসায় নিয়ে যায়। এ সময় সাপটি তাকে ছোবল দেয়। এটি তার পালিত সাপ বলে সে বাসায় নিয়ে যায়। সকালে তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাই।