হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার রাতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে শায়েস্তাগঞ্জের পুরান বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া গ্রামের মো. আব্দুল আহাদের ছেলে সিয়াম আহমেদ (২১) এবং দাশপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মো. ফাহিম মিয়া (২১)।
এ ঘটনায় আহত হয়েছেন তাম্বুলিটুলা গ্রামের রায়েল মিয়া (২২)। তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ফাহিম সিলেট এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সিয়াম এইচএসসি পাস করে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
নিহত সিয়ামের চাচাতো ভাই বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিহাব আহমেদ জানান, সিয়াম উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। রাত ১০টার দিকে তারা শায়েস্তাগঞ্জ পুরান বাজার রেলক্রসিংয়ের কাছে দুর্ঘটনায় নিহত হন।
সিয়ামের মামা কামাল আহমেদ জানান, তার ভাগনেসহ দুজন মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন। খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে এসেছেন।
নিহতের বন্ধুরা জানান, তারা ছয় বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তাদের সঙ্গে থাকা সিয়াম, ফাহিম এবং রায়েল একটি মোটরসাইকেলে ছিলেন। তারা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সিয়াম ও ফাহিম মারা যান।
সদর হাসপতালের মেডিকেল অফিসার ডা. অপূর্ব দাশ মহালদার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তারা দুজন মারা যান।
মন্তব্য