ক্যারিবীয়দের আরও ৫ সদস্য করোনায় আক্রান্ত

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাবর আজমদের আতিথ্য গ্রহণের শুরুতেই বড় ধাক্কা খায় ক্যারিবীয়রা। করাচি পৌঁছে পিসিআর টেস্টে উইন্ডিজ শিবিরের তিন জনের করোনাভাইরাস ধরা পড়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ দলের আরও পাঁচ সদস্য করোনা পজেটিভ হয়েছেন। ১৬ই ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির লড়াইয়ে নামার আগে পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ দলের করোনা পরীক্ষা করা হয়। আক্রান্তদের মধ্যে দুই জন স্টাফ ও তিনজন ক্রিকেটার। এনিয়ে ক্যারিবীয়দের মধ্যে মোট ছয়জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন। নতুন করে আক্রান্তরা হলেন শাই হোপ, আকিল হোসেন ও জাস্টিন গ্রেভস। ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, ‘আক্রান্ত তিনজন ক্রিকেটার আগামী ম্যাচটি (১৬ই ডিসেম্বরের) খেলতে পারবেন না। আক্রান্ত সবাই থাকবেন আইসোলেশনে। তারা সবাই মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন।’ আক্রান্তদের ১০ দিন আইসোলেশন পালন করতে হবে। পুনরায় নেগেটিভ ফল পেলে যোগ দিতে পারবেন দলের সঙ্গে। সিরিজ শুরুর আগেই পিসিআর টেস্টে করোনা ধরা পড়ে বাঁহাতি পেসার শেল্ডন কটরেল, ব্যাটার রস্টন চেজ ও কাইল মেয়ার্সের। ফলে টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না তাদের। ব্যক্তিগত কারণে আগেই পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নেন আন্দ্রে রাসেল, এভিন লুইস, লিন্ডল সিমন্স ও শিমরন হেটমায়ার। জেসন হোল্ডারকে দেয়া হয় বিশ্রাম। চোট সেরে না ওঠায় দল থেকে ছিটকে পড়েন অধিনায়ক কাইরন পোলার্ড। আর সিরিজের মাঝপথে ইনজুরিতে পড়েছেন ডেভন থমাস। সবমিলিয়ে নতুন তিন ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজের জন্য যেনো মরার উপর খাঁড়ার ঘা! টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে আয়োজিত সুপার লীগের অংশ হবে ওয়ানডে সিরিজটি। আগামী ১৮ই ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০ ও ২২শে ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচই করাচিতে অনুষ্ঠিত হবে।