সরকারে যারাই আসে বড় বড় কথা বলে, কাজ করে না: জাভেদ মিয়াঁদাদ

সরকারে যারাই আসে বড় বড় কথা বলে কিন্তু কাজ করে না। এমন অভিযোগই করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

সম্প্রতি করাচির একটি স্থানীয় হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলেন, সরকারে যারাই আসে, বড় বড় কাজ করার কথা বলে কিন্তু কিছুই হয় না; যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে সরকারের উচিত খেলাধুলায় বিনিয়োগ করা।

সম্প্রতি করাচি ও লাহোরে ৩৭ কোটি রুপি খরচ করে ড্রপ-ইন পিচ স্থাপনের জন্য আরিফ হাবিব গ্রুপের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। সেই চুক্তির তীব্র সমালোচনা করে মিয়াঁদাদ বলেন, পাকিস্তানে ড্রপ-ইন পিচের প্রয়োজন নেই, পাকিস্তানে সব ধরনের পিচ তৈরি করা হয়। আমরাও ওই পিচে খেলে বিশ্বমানের খেলোয়াড় হয়েছি।

৬৪ বছর বয়সী সাবেক এই অধিনায়ক আরও বলেন, ড্রপ-ইন পিচ সম্পর্কে খুব কম লোকই জানেন। এ ধারণাটি অস্ট্রেলিয়ায় কেরি প্যাকার প্রথম প্রবর্তন করেছিলেন।

পাকিস্তানের হয়ে চতুর্থ সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ রান করা সাবেক তারকা ব্যাটসম্যান মিয়াঁদাদ দেশটির বর্তমান অধিনায়ক বাবর আজম ও ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে অতীতের পারফরম্যান্স ভুলে ভবিষ্যতের দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন।