চাকরি হারাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা

চলতি মাসে পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

এর আগে গত অক্টোবর-নভেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি দলটি। সেমিফাইনালের আগেই বিদায় নেয় ক্যারিবীয়রা।

সাম্প্রতিক সময়ে দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারাচ্ছেন উইন্ডিজের নির্বাচকরা। বর্তমান নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ ৩১ ডিসেম্বর।

এতদিন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন রজার হার্পার। তার সঙ্গে প্যানেলের সদস্য হিসেবে ছিলেন মাইলস ব্যাসকম্ব। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না ক্যারিবিয়ান বোর্ড। বোর্ডের সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছেন বিদায়ী প্রধান নির্বাচক হার্পার।

শনিবার এক বিবৃতিতে সিডব্লিউআই জানায়, শিগগিরই নতুন নির্বাচক প্যানেল তৈরি করা হবে। এর আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্যানেলের প্রধানের দায়িত্ব পালন করবেন প্রধান কোচ ফিল সিমন্স।