হবিগঞ্জের নবীগঞ্জে গলাকাটা কিশোরীর মরদেহ উদ্ধারের ৭২ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় প্রেমিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আটককৃতরা হলেন, জেলার নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে প্রেমিক খলিল উদ্দিন ও তার সহযোগী একই গ্রামের এরশাদ উল্ল্যার ছেলে গোলাম গোসেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় আটককৃতরা হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের বর্ণনা করেছেন।
হবিগঞ্জ পিবিআই পুলিশ জানিয়েছেন, গত ২৭ ডিসেম্বর সকালে নবীগঞ্জ উপজেলার বাগাউড়া এলাকায় জুবা আক্তার (১৭)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ছুফি মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) আবদুল আহাদ জানিয়েছেন, মূলত প্রেমিকের সহযোগী গোলাম হোসেনের সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় দুইজন মিলে তাকে গলাকেটে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায়। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য