সাকিবের দল না পাওয়া নিয়ে শিশিরের ব্যাখ্যা

বিপিএলে টানা পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। আইপিএল মেগা নিলামের প্রথম দিন অবিক্রিত থাকলেও ওই দিনে ম্যাচসেরা হওয়ার সুবাদে আশা জাগছিল, দ্বিতীয় দিনের নিলামে হতাশ হবেন না সাকিব ভক্তরা। কিন্তু তাদের হৃদয় ভেঙে কোনো দলই আগ্রহ দেখায়নি বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডারের প্রতি। তার প্রতি ১০ ফ্র্যাঞ্চাইজির অনীহার পর নানা তর্ক-বিতর্ক চলছে চারিদিক। এমন মুহূর্তে মুখ বন্ধ করে থাকলেন না তার স্ত্রী উম্মে শিশির।

সাকিব উম্মে আল হাসান নামের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (১৪ ফেব্রুয়ারি) একটি পোস্ট দিয়েছেন সাকিব পত্নী। স্বামীর পাশে দাঁড়িয়ে তার দল না পাওয়ার কারণ জানালেন শিশির, ‘আপনাদের অতি উত্তেজিত হওয়ার আগেই একটি বিষয় জানা দরকার, পুরো আইপিএলে তাকে পাওয়া যাবে কি না জানতে কয়েকটি দল সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজ থাকায় সে পুরো আইপিএল খেলতে পারবে না। এই কারণে তাকে কোনো দল নেয়নি, এটা কোনো বড় ব্যাপার নয়।’

এখানেই শেষ নয়, সমালোচকদের জবাব দিয়ে শিশির লিখেছেন, ‘এটাই শেষ নয়, পরের বছর আছে। তাকে আইপিএলে থাকতে হলে শ্রীলঙ্কা সিরিজ বাদ দিতে হতো, সুতরাং সে যদি দল পেতো, তাহলেও কি আপনারা একই কথা বলতেন? কিংবা এতক্ষণে আপনারা তাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন? আপনাদের উত্তেজনায় পানি ঢালার জন্য দুঃখিত।’

২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব আইপিএল খেলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে দুটি শিরোপা জিতেছিলেন। ২০১৮ ও ২০১৯ সালে খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। গত বছরের আইপিএল দিয়ে আবারো কলকাতায় ফিরেছিলেন তিনি। মাঝের দিকে দলই পাচ্ছিলেন না। তবে শেষ দিকে দলে ঢোকেন এবং খেলেন ফাইনাল, কিন্তু কলকাতা হেরে যায় চেন্নাই সুপার কিংসের কাছে।