ফিল্ডিং কোচ রাজিন সালেহ

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য রাজিন সালেহকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক এই ক্রিকেটারকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘আমরা রাজিন সালেহকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। এখন পর্যন্ত শুধু আফগানিস্তান সিরিজের জন্যই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।’ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর রায়ান কুককে ছাঁটাই করে বিসিবি। তার জায়গায় এতদিন ছিলেন মিজানুর রহমান বাবুল। এবার দায়িত্ব পেলেন রাজিন।

রাজিন খেলোয়াড়ী জীবনের ইতি টানেন ২০১৮ সালের শেষ। এরপর বিভিন্ন ক্লাবের হয়ে কোচিং শুরু করেন। চলতি বিপিএলে খুলনা টাইগার্সের ফিল্ডিং কোচ হিসেবে আছেন তিনি।