হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি বাসা-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে হবিগঞ্জ শহরের গার্ণিংপার্ক এলাকায় এ ঘটনাটি ঘটে। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা রাত সাড়ে ১২টা পর্যন্ত জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম।
গার্নিংপার্ক এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, হাঠাৎ বিকট শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি একটি ঘরে আগুন জ্বলছে। পরে এলাকার লোকজন মিলে পুকুরের পানি দিয়ে আগুন নেবানোর চেষ্ঠা করেন।
সাদেক মিয়া বলেন, অগ্নিকাণ্ডে যাদের ঘর পুড়েছে তার সবাই নিম্নবিত্ত আয়ের মানুষ। এর মধ্যে অনেকেই ভাড়াটিয়া।
তিনি বলেন, ঘরগুলোতে সিলিন্ডার গ্যাস ব্যবহৃত হতো আগুনের লাগার পর একটি সিল্ন্ডিার গ্যাসের বিস্ফোরণ হয়েছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১০টার দিকে গার্ণিংপার্ক এলাকায় একটি টিনসেট ঘরে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ১১টি টিনসেট ঘর ও একটি সেমি পাকা ঘর পুড়ে ছাই হয়েগেছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনই বলা যাচ্ছে না
মন্তব্য