১৩ হাজারি ক্লাবে ‘দ্বিতীয়’ বাংলাদেশি মুশফিক

বাংলাদেশের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৩ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহীম। গতকাল চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের ইনিংস খেলে এ অর্জনে নাম লেখান মুশফিক। ওয়ানডেতে ধারাবাহিভাবেই ভালো খেলছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিক। তার শেষ ৫ ইনিংসে সেঞ্চুরি একটি। দুটি হাফসেঞ্চুরি। দুটো অর্ধশতকই সেঞ্চুরি হতে পারতো। গত বছর মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৭ বলে ৮৪ রান করে আউট হন মুশফিক। পরের ম্যাচে ১২৭ বলে খেলেন ১২৫ রানের ঝলমলে ইনিংস। আর গতকাল আফগানিস্তানের বিপক্ষে আউট হলেন ৯৩ বলে ৮৬ রান করে। দলীয় ৮৩ রানে সাকিবের বিদায়ের পর উইকেটে আসেন মুশফিকুর রহীম। এরপর তৃতীয় উইকেটে লিটনের সঙ্গে গড়েন ২০২ রানের রেকর্ড জুটি। ওয়ানডেতে ২২৯ ইনিংসে ৩৭.২৬ গড়ে মুশফিকুর রহীমের সংগ্রহ ৬৬৭০ রান। ৮ সেঞ্চুরির সঙ্গে হাফসেঞ্চুরি রয়েছে ৪১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৪৪ রানের। টেস্টে ৭৮ ম্যাচে ৩৬.৯১ গড়ে মুশফিকুর সংগ্রহ করেছেন ৪৮৭৩ রান। সর্বোচ্চ ২১৯*। এই ফরম্যাটে তার শতক ৭টি, অর্ধশতক ২৪টি। টি-টোয়েন্টিতে ৯৯ ম্যাচে ১৯.৭৯ গড়ে মুশফিক করেছেন ১৪৬৫ রান। রয়েছে ৬টি ফিফটি। সর্বোচ্চ ৭২*। সবমিলিয়ে ৪০৬ আন্তর্জাতিক ম্যাচে ৩৩.৭৮ গড়ে ১৩০০৮ সংগ্রহ করেছেন সাবেক অধিনায়ক মুশফিক। বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান তামিম ইকবালের। বাঁহাতি এই ওপেনার ৩৫৯ ম্যাচে করেছেন ১৪১৭৫ রান। সেঞ্চুরির সংখ্যায়ও এগিয়ে তামিম। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সর্বাধিক ২৪টি সেঞ্চুরি করেছেন তিনি। একমাত্র ক্রিকেটের হিসেবে তিন ফরম্যাটেই সেঞ্চুরির রেকর্ড রয়েছে তার। ৮৯ হাফসেঞ্চুরিতে সর্বাধিক অর্ধশতকের রেকর্ডটিও তামিমের দখলে। ১৫ সেঞ্চুরি নিয়ে তামিমের পরে মুশফিকের অবস্থান। সাকিব আল হাসান সেঞ্চুরি করেছেন ১৪টি। তবে মুশফিকের (৭১) চেয়ে হাফসেঞ্চুরিতে এগিয়ে সাকিব (৮৪)। ৩৭০ আন্তর্জাতিক ম্যাচে সাকিবের সংগ্রহ মোট ১২৫৫৩ রান। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রানের দোরগোড়ায় রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক ৩৬৫ ম্যাচে করেছেন ৯৩৬৮ রান। সেঞ্চুরি ৮টি। হাফসেঞ্চুরি ৪৭টি। পঞ্চম স্থানে থাকা মোহাম্মদ আশরাফুল অনেকটাই পিছিয়ে। ২৫৯ আন্তর্জাতিক ম্যাচে তার সংগ্রহ ৬৬৫৫ রান। দেশের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক রান খেলোয়াড় ম্যাচ রান সর্বোচ্চ গড় ৫০/১০০ তামিম ৩৫৯ ১৪১৭৫ ২০৬ ৩৫.৪৩ ৮৯/২৪ মুশফিক ৪০৬ ১৩০০৮ ২১৯* ৩৩.৭৮ ৭১/১৫ সাকিব ৩৭০ ১২৫৫৩ ২১৭ ৩৪.৭৭ ৮৪/১৪ রিয়াদ ৩৬৫ ৯৩৬৮ ১৫০* ৩১.৩৩ ৪৭/৮ আশরাফুল ২৫৯ ৬৬৫৫ ১৯০ ২২.৭৯ ৩০/৯