সাবেক টাইগার ক্রিকেটারদের মুখোমুখি বলিউড তারকারা

বলিউড অভিনেতা ববি দেওলের বলে বিশাল বড় এক ছয় হাঁকালেন টাইগার ক্রিকেটার শাহরিয়ার নাফীস। কিংবা আবদুর রাজ্জাকের বাঁহাতি স্পিন ঘূর্ণিতে বোল্ড হয়ে ফিরে যাচ্ছেন বলিউড তারকা সুনীল শেঠি। শুনতে কিছুটা অবাস্তব শোনালেও এমনটাই ঘটতে যাচ্ছে।

বাংলাদেশ ক্রিকেটের তারকাদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বলিউড অভিনেতারা। সংযুক্ত আরব আমিরাতে চার দলের ইউএই ফ্রেন্ডশিপ কাপে এমন দৃশ্য দেখতে যাচ্ছে দর্শকরা।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ এবং লিজেন্ডস ক্রিকেট লিগ সাবেক ক্রিকেটারদের নিয়ে সফলভাবে আয়োজন করার পর; বলিউড অভিনেতা ও ক্রিকেট তারকাদের একই ছায়াতলে আনতে চলেছে দুবাইয়ের আরবা স্পোর্টস সার্ভিস সার্ভিস এলএলসি এবং দ্য সেফটি অ্যাম্বাসেডরস কাউন্সিল।

আগামী ৫ মার্চ থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেট তারকা ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আফগানিস্তানের ক্রিকেটারদের দেখা যাবে। চার দলের এই টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটাররা ওয়ার্ল্ড লিজেন্ডস ১১-এর হয়ে মাঠে নামবেন। যে দলে থাকবে শ্রীলঙ্কা, আফগানিস্তান, জিম্বাবুয়ের ক্রিকেটাররা।

অবশিষ্ট তিন দলের মধ্যে ভারতীয় ক্রিকেটাররা ইন্ডিয়া লিজেন্ডস, পাকিস্তানের ক্রিকেটাররা পাকিস্তান লিজেন্ডস এবং বলিউড তারকারা বলিউড কিংস নামে মাঠে নামবেন। ১০ ওভার ফরম্যাটের এই টুর্নামেন্টের সব ম্যাচ শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। ফলে প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ পাবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল ফাইনালে শিরোপার জন্য লড়বে।

টুর্নামেন্টের ম্যাচ ফিকশ্চার:

৫ মার্চ: ইন্ডিয়া লিজেন্ডস বনাম ওয়ার্ল্ড লিজেন্ডস ১১

৫ মার্চ: বলিউড কিংস বনাম পাকিস্তান লিজেন্ডস

৫ মার্চ: ইন্ডিয়া লিজেন্ডস বনাম বলিউড কিংস

৬ মার্চ: ওয়ার্ল্ড লিজেন্ডস ১১ বনাম পাকিস্তান লিজেন্ডস

৬ মার্চ: বলিউড কিংস বনাম ওয়ার্ল্ড লিজেন্ডস ১১

৬ মার্চ: ইন্ডিয়া লিজেন্ডস বনাম পাকিস্তান লিজেন্ডস

৭ মার্চ: ফাইনাল

ইন্ডিয়া লিজেন্ডস: মোহাম্মদ আজহারউদ্দীন, অজয় জাদেজা, ভেঙ্কেটস প্রসাদ, নয়ন মঙ্গিয়া, উরকেরি রমন, ভিনোদ কাম্বলি, অজয় শর্মা, রাজেস চৌহান, নিখিল চোপড়া, সঞ্জয় বাঙ্গার, সঞ্জয় মাঞ্জেরকর, রবিন সিং, মুনাফ প্যাটেল, মোহাম্মদ কাইফ এবং ইরফান পাঠান (ফ্রি থাকলে)।

ওয়ার্ল্ড লিজেন্ডস ১১: আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফীস, ডলার মাহমুদ, জুপিটার ঘোষ, অজন্তা মেন্ডিস, নুয়ান কুলাসেকারা, চামারা কাপুগেদারা, জন সিম্পসন, সামিউল্লাহ শেনওয়ারি, ফরিদ আহমে মালিক, আশরাফ শরাফউদ্দীন, গ্রায়েম ক্রেমার, ব্রেন্ডন টেলর, এল্টন চিগুমবুরা।

বলিউড কিংস: সুনীল শেঠি, সোহেল খান, আফতাব শিভদাসানি, রিতেশ দেশমুখ, ববি দেওল, শাব্বির আহলিওয়ালা, সাকিব সেলিম, কুনাল খেমু, শারাদ কেলকার, ভাটশাল শেঠ, অপূর্ভ লাখিয়া, ভরুণ বাদোলা, সামির কোচার, ইন্দ্রনীল সেনগুপ্ত, কবির সাদানান্দ, রাজা বেরওয়ানি, তুষার জালোঠা, সাহিল চৌধুরী।

পাকিস্তান লিজেন্ডস: ইমরান নাজির, সালমান বাট, মোহাম্মদ ইউসুফ, ইয়াসির হামিদ, রানা নাভেদ, মোহাম্মদ ইরফান, রাজা হাসান, তৌফিক উমর, রাহাত আলী, জুলফিকার বাবর, আবদুর রেহমান।