চোটমুক্ত মুশফিক

প্রথম টি-টোয়েন্টির আগের দিন অনুশীলনে ডান হাতে চোট পান মুশফিকুর রহীম। গুরুতর কিছু না হলেও ব্যথা অনুভব করায় মিস্টার ডিপেন্ডেবলকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম। মুশফিক খেলেননি আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের দ্বিতীয় ম্যাচে টিম টাইগার্সে ফিরছেন মুশফিক। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক বায়েজিদুল ইসলাম খান। বায়েজিদুল বলেন, ‘গত ২ তারিখে মুশফিকুর রহীমের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে বল লাগায় এক্স-রে করানো হয়েছিল। সেখানে চিড় বা এই ধরনের কিছু আসেনি। গতকাল তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। দেখা গেছে যে, আঙুলের ফোলা ভাবটা আর নেই। আজকে সে ব্যাটিং করেছে। থ্রো ডাউন খেলেছেন, স্পিন এবং পেসে ব্যাটিং করেছে। সবমিলিয়ে সে ভালো আছে। কালকের ম্যাচে একাদশে থাকার বিবেচনায় থাকবে সে।’ গত বুধবার ব্যাটিং অনুশীলনে পেসার শরীফুল ইসলামের বল খেলতে গিয়ে আঙুলে চোট পান মুশফিক। এরপর আর ব্যাট না করেই ফিরে যান ড্রেসিংরুমে। গত বিসিবি চিকিৎসক বায়েজিদুল ইসলাম জানিয়েছিলেন, সতর্কতাবশত মুশফিককে প্রথম টি- টোয়েন্টিতে রাখা হয়নি। আজ অনুশীলনের পর তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবির মেডিকেল টিম। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টি দলে ফেরেন মুশফিক। সবশেষ গত নভেম্বরে পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না তিনি। নির্বাচকরা বলেছিলেন, বিশ্রাম দেয়া হয়েছে তাকে। মুশফিক নিজে অবশ্য সংবাদমাধ্যমকে বলেছিলেন, দলের বাইরে রাখাকে তিনি বাদ হিসেবেই নিচ্ছেন। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাতে গোনা কয়েকজন ব্যাটার সুবিধা করতে পেরেছে। তার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের দুর্র্দান্ত ইনিংস খেলে অভিজ্ঞতার জানান দেন মুশফিক। দুর্দান্ত ফর্ম আর অভিজ্ঞতার খাতিরে টি-টোয়েন্টি একাদশে অনুমেয়ই তিনি। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন মুশফিক। বাংলাদেশের হয়ে ৯৯ ম্যাচ খেলে মুশফিক ৬ ফিফটিতে ১ হাজার ৪৬৫ রান করেছেন ১৯.৭৯ গড় ও ১১৫.৭৫ স্ট্রাইক রেটে।