হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শুক্রবার (১১ মার্চ) রাত ১০টার ৪৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে সিলেটগামী আসিফ ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসও দুর্ঘটনা কবলিত আসিফ ক্লাসিক পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চার জন নিহত হন। আহত হন উভয় বাসের অসংখ্য যাত্রী। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, আহতদের আর্তনাদ। অনেকেরই পা দেহ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। কারও কারও পা কিংবা হাত ভেঙে গেছে এবং কেটে ছিঁড়ে গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি অজয় চন্দ্র দে দুর্ঘটনা ও হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি।
মন্তব্য