হবিগঞ্জে হাসপাতালে অচেতন সেই লোকটি বাড়ি ফিরেছেন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞান হয়ে থাকা মধ্যবয়সী লোকটির পরিচয় নিশ্চত হওয়া গেছে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন তিনি। অচেতন অবস্থায় মাধবপুরে বাসস্ট্যান্ড এলাকায় পড়েছিলেন তিনি। বুধবার সকাল ৯টায় মামুন পরিবহণের একজন সুপারভাইজার তাকে জনতার সহায়তায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয় বুধবার রাতে। সংবাদটি প্রকাশিত হওয়ার পর মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক লোকটির পরিচয় নিশ্চিত হতে তৎপর হন। এরপর এসআই হুমায়ুনকে হাসপাতালে পাঠান এবং খোঁজখবর নেন। বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়। একপর্য়ায়ে নিশ্চত হন তার নাম মিন্টু রায়। বাড়ি বাহুবলের নোয়াগাঁও গ্রামে। পাশের এলাকার ইউপি সদস্য জয়দেব দাশের মাধ্যমে বাহুবল থানা পুলিশ মিন্টুর অবস্থার কথা জানতে পারে পরিবার। মিন্টু রায় একজন সবজি ব্যবসায়ী। পাইকারি সবজি ক্রয় করতে সকালে বাড়ি থেকে বের হন।

পরিবারের ধারণা বাসে অজ্ঞান পার্টির লোকজন তার সবকিছু নিয়ে রাস্তার পাশে ফেলে গেছে। এখনো তিনি সুস্থ হয়ে উঠেননি।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মিন্টুকে অনেকটা সুস্থ অবস্থায় পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।