হবিগঞ্জে চার্জে দেওয়া ইজিবাইক থেকে আগুন লেগে ৫ বাড়ি পুড়ে ছাই

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি বসতবাড়ি। বুধবার রাত ১০টার দিকে আজমিরীগঞ্জ শহরের কৃষ্ণনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসী জানান, কৃষ্ণনগরের ছালেক মিয়ার বসতভিটায় চারটি ব্যাটারিচালিত ইজিবাইক চার্জে দেওয়া হয়েছিল। হঠাৎ সার্কিটে আগুন ধরে যায়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় লোকজনকে হিমশিম খেতে হয়। প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

আগুনে একই পরিবারের চাচা-ভাতিজাসহ মোট পাঁচটি বসতঘর পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন আবু সালেক, আবু কালাম, ফুরুক মিয়া ও তাদের ভাতিজা রেজাউল করিম।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে সাহায্য করেন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।