এখনও জয়ের সুযোগ দেখছেন সুজন

ডারবান টেস্টে প্রোটিয়াদের থেকে পিছিয়ে থাকলেও লাগাম ছাড়েনি বাংলাদেশ। কিন্তু আলো স্বল্পতায় চতুর্থ দিন শেষ হওয়ার আগে ৬ ওভারে ১১ রানে ৩ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। দলের সামনে এখনও ২৬৩ রান এবং পুরো একটি দিনের লড়াই বাকি। তবে টাইগার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মনে করেন, ভালো খেললে এখনও জেতা সম্ভব।

ম্যাচ শেষে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘ডারবান টেস্টে ড্র’র সম্ভাবনা নেই। ফলাফল হবে এবং ভালো খেললে বাংলাদেশ এই টেস্টে জিততেও পারে। এখনও নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিম অপরাজিত আছে। উপরে আছে লিটন দাস, ইয়াসির রাব্বিরা। তারা ভালো খেললে এই টেস্টে জেতা সম্ভব।’

প্রথম টেস্টে চতুর্থ দিনই স্পিনাররা কর্তৃত্ব করেছে। মেহেদি মিরাজ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন। বাংলাদেশের ৩ উইকেটই নিয়েছেন দুই প্রোটিয়া স্পিনার। শেষ দিন তাদের ঘূর্ণি আরও ভয়ঙ্কর ফণা তুলতে পারে। তবে টিম ডিরেক্টর সুজন স্পিন খেলার অভিজ্ঞতা থাকায় তাদের সামলানো সম্ভব বলে মনে করেছেন।

তিনি বলেন, ‘এমন নয় যে, আমরা এর আগে এমন উইকেটে খেলিনি। এর আগে এমন উইকেটে অনেক খেলার অভিজ্ঞতা আছে আমাদের। তাদের সামলানোর ব্যাপারে আত্মবিশ্বসী।’ 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে থাকছেন না তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। হাতে সময় না থাকায় বিকল্প ক্রিকেটার চাচ্ছেন না বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক সুজন। বেঞ্চে থাকা আবু জায়েদ ও শহিদুল ইসলামের একজনের শেষ টেস্টে খেলার সম্ভাবনা আছে বলে উল্লেখ করেন তিনি।

কথা বলেন, আম্পায়ারের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও কোচ সুজন বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আইসিসি নিরপেক্ষ আম্পায়ার নিয়োগের বিষয়টি ভেবে দেখতে পারে। একজন পেসার সারাদিন বোলিং করে হয়তো একটা বা দুটো সুযোগ তৈরি করছে। সেটাও যদি পক্ষে না আসে তাহলে অনেক সময় ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়। বিষয়টি আইসিসি’র ভাবার সময় এসেছে।’