স্লেজিংয়ের নামে গালি, আনুষ্ঠানিক অভিযোগ দেবে বিসিবি

ডারবান টেস্টে স্লেজিংয়ের নামে বাংলাদেশ দলকে ‘গালাগালি’ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। আম্পায়ার ওই গালি শুনেও না শোনার ভান করেছেন। প্রতিবাদ করায় বরং বাংলাদেশের ক্রিকেটারদের সতর্ক করেছেন। ওদিকে একটার পর একটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে গেছেন দুই আম্পায়ার। সাইটস্ক্রিন সমস্যা নিয়েও আছে বিতর্ক।

এসব নিয়ে ম্যাচ রেফারির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওয়ানডে সিরিজের পর একটি অভিযোগ দেওয়া হয়েছে, প্রথম টেস্ট নিয়েও অভিযোগ দেবে বোর্ড।

ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফোকে জালাল ইউনুস বলেন, ‘ওয়ানডে সিরিজের পর আম্পায়ার নিয়ে একটি অভিযোগ এরই মধ্যে আমরা জানিয়েছি। অভিযোগ শুনে, প্রথমে ম্যাচ রেফারি আমাদের টিম ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরে লিখিত অভিযোগ দেওয়ায় তিনি নরম হয়েছেন। টেস্ট নিয়েও আমরা আরেকটি অভিযোগ দেব।’

ওদিকে স্লেজিং ও আম্পায়ারিং নিয়ে ম্যাচ শেষে টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘ম্যাচে স্লেজিং সাধারণ বিষয়। কিন্তু তার একটা সীমা থাকা উচিত। তারা আমাদের গালাগালি করেছেন। আম্পায়ার বিষয়টি গুরুত্বই দেননি। ম্যাচের আম্পায়ারিং আমাদের হাতে নেই। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আইসিসি নিরপেক্ষ আম্পায়ারের বিষয়টি ভেবে দেখতে পারে।’

জালাল ইউনূস বলেন, ‘স্লেজিং দুই পক্ষ থেকেই হয়েছে। কিন্তু যখন এটা তারা শুরু করেছে এবং অতিরিক্ত পর্যায়ে নিয়ে গেছেন, আমরা আম্পায়ারের কাছে অভিযোগ করেছি। কিন্তু আম্পায়ার তা আমলে নেননি। আমরা যথাযথভাবে এটার নিন্দা জানিয়েছি। আম্পায়ারের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। কিন্তু এখন আইসিসি’র নিরপেক্ষ আম্পায়ার নিয়োগ দিতে হবে।’

ডারবান টেস্টে বাংলাদেশ টস জিতে বোলিং নিয়েছিল শুরুর উইকেটের সুবিধা নেওয়ার জন্য। কিন্তু সাইটস্ক্রিন সমস্যার কারণে ম্যাচ শুরু হয় আধঘণ্টা দেরিতে। ওই বিষয়টি নিয়েও অভিযোগ আছে বিসিবি’র।

ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জানান, কোন কারণে ম্যাচে বিলম্ব হলে পরদিন আগেভাগে ম্যাচ শুরু হয়। অথচ আম্পায়াররা লাঞ্চের সময় পিছিয়ে দিয়ে ক্ষতিপূরণ করেছেন। যেটা নিয়ম নয়।