গ্যাস সংকট স্বাভাবিক হতে পারে কাল

এশিয়ার বৃহত্তর গ্যাস কূপ হবিগঞ্জের নবীগঞ্জে অবস্থিত বিবিয়ানা গ্যাস ফিল্ডে মেরামতের কারণে ৬টি কূপে সাময়িক গ্যাস উত্তোলন বন্ধ রয়েছে। এতে দেশের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কম হওয়ার কারণে গ্যাস সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

তবে আগামীকাল মঙ্গলবার থেকে গ্যাস উত্তোলন স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিবিয়ানা গ্যাস ফিল্ডে নিয়োজিত শেভরণ কর্তৃপক্ষ।

বিবিয়ানা গ্যাস ফিল্ডের একাধিক সূত্রে জানা যায়, গ্যাস সঞ্চালন বৃদ্ধির জন্য বছরের বিভিন্ন সময় গ্যাস কূপের সঞ্চালন লাইনে মেরামত সংস্কার করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গত রোববার সকাল থেকে ৬টি কূপে মেরামত কাজ শুরু হয়। এতে প্রায় কয়েক কোটি ঘনফুট গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়। এ কারণে দেশে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে সংকট দেখা দেয়। দ্রুত এই মেরামত কাজ সম্পন্ন না হলে দেশে গ্যাস সংকট আরও বৃদ্ধি পাওয়ার প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে বিবিয়ানা গ্যাস ফিল্ডে নিয়োজিত শেভরন বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার শেখ জাহিদুর রহমান জানান, বিবিয়ানা গ্যাস ফিল্ডের ৬টি কূপে রোববার থেকে মেরামত কাজ চলছে। এতে গ্যাস উত্তোলনে কিছু ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি মঙ্গলবার থেকে মেরামত কাজ শেষ হবে এবং উত্তোলন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।