ব্রাজিলের কোচ হচ্ছেন গার্দিওয়ালা!

আসন্ন কাতার বিশ্বকাপের পর পরই ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের পদ ছেড়ে দেবেন তিতে। এটা তিনি কয়েকমাস আগেই জানিয়েছেন। ওই ঘোষণার পর থেকেই নতুন কোচের সন্ধানে নেমেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

জানা গেছে, সিবিএফের পছন্দের তালিকায় শুরুর দিকেই আছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা। এ জন্য না কি এরই মধ্যে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচকে ১ কোটি ২০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১২ কোটি টাকা) বেতনও সেধেছে তারা। এ খবর জানিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদক মারিও কোর্তেগানা।

গত ২৩ মার্চ এদনালদো রদ্রিগেজ সিবিএফ সভাপতি হয়েছেন। এর পরই সর্বসম্মতিক্রমে গার্দিওলার পেছনে লেগেছে ব্রাজিলিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে গার্দিওয়ালা এই প্রস্তাবে সাড়া দেবেন কি না তা এখনো জানা যায়নি। তাছাড়া ম্যানচেস্টার সিটিতে আরও বেশি বেতন পেয়ে থাকেন গার্দিওয়ালা। তবু, আশা ছাড়ছে না সিবিএফ। দুই পক্ষের সঙ্গে বেশ কয়েকবার কথাও হয়েছে, সামনে আরও হবে বলেই খবর। তবে গোল ডট কম জানিয়েছে, গার্দিওলার সঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে আলোচনা করেনি সিবিএফ।