চার জাতির টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান

পাকিস্তান, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে নিয়মিত চার জাতির একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

দুবাইয়ে আজ আইসিসির বোর্ড সভার শেষদিনে পরিকল্পনার খুঁটিনাটি ও লভ্যাংশ ভাগাভাগির মডেল উপস্থাপন করবেন রমিজ।

আইসিসি বোর্ড মিটিংয়ে উত্থাপনের আগেই বেশ সমর্থন পেতে শুরু করেছেন পিসিবি চেয়ারম্যান।

কারণ আইসিসি ইভেন্ট ছাড়া ভারতের মুখোমুখি হওয়ার সুযোগ নেই পাকিস্তানের। রাজনৈতিক বৈরিতায় দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনও হচ্ছে না।

তাই বিশ্বকাপ আর এশিয়া কাপ ছাড়া পাক-ভারত ম্যাচ দেখার সুযোগই মেলে না ক্রিকেটপ্রেমীদের।

যে কারণে রমিজের এই প্রস্তাবে খুশি অনেকেই। এই চার জাতির টুর্নামেন্ট দিয়ে চিরবৈরি দুই দেশের ২২ গজের যুদ্ধ উপভোগ করা যাবে।

রমিজ রাজা জানিয়েছেন, প্রতি বছর একটা সময়ে এই টুর্নামেন্টটি আয়োজন হবে এবং এ থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব। যা অংশগ্রহণকারী চারটি দেশগুলোতে বন্টন করার পাশাপাশি একটা বড় অংশ আইসিসিকেও দেয়া হবে। আইসিসি ওই অর্থ আবার সদস্য দেশগুলোতে কিংবা সহযোগি সদস্য দেশগুলোর ক্রিকেট উন্নয়নে ব্যায় করতে পারবে।

এরইমধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি) একই ধরনের আরেকটি চার জাতির টুর্নামেন্ট চালুর আবদার নিয়ে হাজির হয়েছে। গত ৭ এপ্রিল আইসিসির প্রধান নির্বাহী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।

ইংল্যান্ডকে সমর্থন জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

তবে রমিজ ও ইসিবি তথা দুটি প্রস্তাবেই নিরপেক্ষ অবস্থানে থাকার নীতি অনুসরণ করছে ভারত।

অন্যদিকে অর্থনীতি ও বাণিজ্য কমিটির সদস্যরা এর বিরোধিতা করছে। কারণ, প্রতি বছর চার জাতির টুর্নামেন্ট হলে বিশ্বকাপের আবেদন কমে যাবে।

দুবাইতে অনুষ্ঠিতব্য আইসিসি বোর্ড মিটিংয়ে এই প্রস্তাব উত্থাপন করার কথা রয়েছে রমিজ রাজার। তবে প্রস্তাব উত্থাপনের আগেই এটা কয়েকটি কারণে বেশ সমর্থন পেতে শুরু করেছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।