ফেনসিডিলসহ সুজন নেতা আটক

হবিগঞ্জ জেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাংগঠনিক সম্পাদক মীর দুলাল ও তার এক সঙ্গীকে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।

তাদের নিকট থেকে ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সোমবার রাতে তাদেরকে চুনারুঘাটের সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়।

চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার জরুলিয়া গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় মীর দুলাল ও তার সঙ্গী বিকাশকে সন্দেহ হলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদেরকে আটক করে থানায় নেয়া হয়।

জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক চৌধুরী মিছবাহ উল বারী লিটন জানান, আটক মীর দুলাল সুজন এর জেলা সাংগঠনিক সম্পাদক। দীর্ঘদিন পূর্বে এ কমিটি করা হয়েছিল। ইতিমধ্যে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা ভেঙ্গে দেয়া হয়েছে। এখনও নতুন কমিটি করা হয়নি।

পুলিশ জানায়, রাত পৌনে ৭টায় উপজেলার জারুলিয়া গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় আসামি খুঁজতে যায় পুলিশের একটি দল। এ সময় তাদেরকে সন্দেহ করে পুলিশ। তখন তাদের তল্লাশি করে ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল পায়। পরে চুনারুঘাট থানার এসআই লিটন ঘোষ একদল পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। মাদক বহনকালে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।