হবিগঞ্জে পুরাতন ট্যাগের উপর উচ্চমূল্যের নতুন ট্যাগ ব্যবহারের দায়ে বাটা ও স্বপ্ন সুপার শপকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে শহরের কালীবাড়ি রোডের বাটা শো-রুমে অভিযান চালানো হয়।
অভিযানের খবরে অনেক জুতার ট্যাগ ছিড়ে ফেলেন শো-রুমের কর্মচারীরা। তারপরও বেশ কিছু জুতায় কম মূল্যের পুরাতন ট্যাগের উপর উচ্চমূল্যের নতুন ট্যাগ দেখতে পান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। এ কারণে বাটা’কে ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। পরে অভিযান চালানো হয় এই সড়কের স্বপ্ন সুপার শপে। সেখানেও মিলে পুরাতন ট্যাগের উপর উচ্চমূল্যের নতুন ট্যাগ। স্বপ্নকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা।
এছাড়াও ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি দেয়া হয়। পরে মসকো সুজে অভিযান চালিয়ে অতিরিক্ত মুনাফা’র জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য