হবিগঞ্জে ভাড়ার তালিকা টানিয়ে না রাখায় ৫টি বাস কাউন্টারকে অর্থদণ্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার ৫টি বাস কাউন্টারকে এ দণ্ড দেওয়া হয়।
এদিন অভিযান চালিয়ে শ্যামলী, হানিফ, মামুন ও এনা পরিবহনের ৫টি টিকিট কাউন্টারকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। অভিযানে সহায়তা করে র্যা ব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, ঈদকে সামনে রেখে যাতায়াতে যাত্রীরা যাতে ভোগান্তির শিকার না হন সেজন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় বন্ধে সবাইকেই প্রকাশ্যে ভাড়ার তালিকা টানানোর নির্দেশনা রয়েছে। সে নির্দেশনা যথাযথ পালন হচ্ছে কিনা, তা দেখতেই এ অভিযান। কাল থেকে কোনো কাউন্টারে ভাড়ার তালিকা টানানো না থাকলে অর্থদণ্ডের পরিমাণ বাড়ানো হবে।
মন্তব্য