বোমা হামলার হুমকি পেলেন ম্যানইউ অধিনায়ক

মাঠে ভালো সময় কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়েরোর। প্রায় প্রতি ম্যাচেই শিশুসুলভ ভুল করে ভক্তদের চক্ষুশূল হচ্ছেন এই ইংলিশ ফুটবলার।

এবার মাঠের বাইরের ঘটনায়ও অস্বস্তিকর পরিস্থিতির শিকার হলেন ম্যাগুয়েরো। এই ফুটবলারকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। নিজের বাড়িতে এমন হুমকি পেয়েছেন ম্যানইউয়ের এই অধিনায়ক। যেখানে দুই সন্তান ও নিজের বাগদত্তাকে নিয়ে বাস করেন ম্যাগুয়েরো। ইংলিশ এই ডিফেন্ডারকে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। এরপরই সতর্কতার অংশ হিসেবে প্রশিক্ষিত কুকুর দিয়ে এই ফুটবলারের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

তবে এমন হুমকি পেলেও আর্সেনালের বিপক্ষে এই ফুটবলারকে মাঠে দেখা যাবে বলে জানিয়েছেন তার মুখপাত্র।

তার পক্ষ থেকে বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় হ্যারি তার বাড়িতে একটি হুমকি পেয়েছেন। তিনি পুলিশকে বিষয়টি জানিয়েছেন, তারা এখন বিষয়টি খতিয়ে দেখছেন। নিজের পরিবার ও তার আশপাশের লোকজনের নিরাপত্তার বিষয়টি অবশ্যই হ্যারির কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে। একই সঙ্গে আর্সেনাল ম্যাচের জন্য তিনি স্বাভাবিক প্রস্তুতি চালিয়ে যাবেন।’