শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে আহত আরও একজন মারা গেছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) মধ্যরাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ দুই জন মারা যান।

নিহতরা হলেন—চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবাউড়া গ্রামের তোলাই মিয়ার ছেলে জলফু মিয়া (৪০), শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের লিছু মিয়ার ছেলে খোকন মিয়া (২২) ও ফারুক মিয়ার ছেলে রহিম মিয়া (১৭)।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে একটি অটোরিকশা সুতাং এলাকায় যাচ্ছিল। শায়েস্তাগঞ্জের থানা মোড়ে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী একটি কাভার্ডভ্যান অটোরিকশায় ধাক্কা দিলে চালকসহ তিন জন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎক খোকন ও জলফু মিয়াকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত রহিম মিয়াকে ওসমানী মেডিক্যালে পাঠানো হয়। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, দুর্ঘটনার পরচালকসহ দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।